চট্টগ্রাম : মাদক ব্যবসায়ীদের দমনে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোষ্টগার্ডকে কঠোর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পলিশের (সিএমপি) মোঃ মাহবুবর রহমান। তিনি বলেন, সব দোষ পুলিশের ওপর চাপিয়ে দিলে হবেনা । মাদকে ব্যর্থতার দায় বিজিবি ও কোস্টগার্ডকেও নিতে হবে। কেননা ১২০কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রনে বিজিবি – কোস্টগার্ড কঠোর হলে ইয়াবা নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হত। কোন অবস্থাতেই বাংলাদেশে ইয়াবা প্রবেশ করতে পারত না।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালী থানা কমিউনিটি পুলিশের আহ্বায়ক এএসএম সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার মাহবুবর বলেন, আদেশ-উপদেশ দিয়ে নয়, মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করতে হবে। বাংলাদেশকে ইয়াবার মাধ্যমে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। শান্তির জন্য অশান্তির জীবনহানি হতে পারে। মাদক ব্যবসায়ীরা অস্ত্র হাতে নিয়ে আমাদের মোকাবেলা করতে চায়, আমাদের হাতেও অস্ত্রও আছে। সেই অস্ত্র ব্যবহারের অধিকার আমাদের আছে। সুতরাং মাদক নিয়ন্ত্রণে জীবনহানি হতে পারে।
সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গত মে মাসের শুরুতে দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়। এতে দুই শতাধিক ‘মাদক বিক্রেতার’ প্রাণহানির তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া গ্রেফতার হয়েছে ১০ হাজারেরও বেশি। বড়ভাই হয়ে মাদক বিক্রেতার মাথায় হাত রেখে বোঝালে কাজ হবে না। কারণ পঞ্চাশ টাকা দিয়ে ইয়াবা এনে পাঁচশ টাকা বিক্রি করতে পারলে সে এই ব্যবসা কোনদিনই ছাড়ার প্রশ্ন আসেনা। এই ব্যবসা করতে গিয়ে তার জীবনহানির আশঙ্কা থাকে , জীবন বিপন্নের আশঙ্কা থাকে তবেই সে এই ব্যবসা ছেড়ে দিতে পারে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-কমিশনার এসএম মোস্তাইন হোসাইন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের সদস্যসচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
ছবি: আকমাল হোসেন
একুশে/এসএইচ