সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রেল কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৮ | ৩:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপারাধে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে এ মামলা করেন তিনি। অনুসন্ধান শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

তথ্যমতে, অলি উল্লাহ সুমন ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন। পরে অফিস সহকারী পদে পদোন্নতি পান। গত বছরের জুলাই মাসে সহকারী দাবি পরিদর্শক পদে পদোন্নতি পান। অলি উল্লাহ সুমন বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী দাবি পরিদর্শক পদে কর্মরত আছেন।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, মো. মিজানুর রহমান সুমনকে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ, বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধে রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকতাকে মারধরের ঘটনায় অলি উল্লাহ সুমনকে সাময়িক বহিস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

একুশে/এসএইচ