চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকা থেকে ৬ যুবককে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ; যারা মামলার ব্যয় মেটাতে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানিয়েছে। সোমবার ভোরে সদরঘাট থানার সাহেবপাড়া কলাবাগান মাঠের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ফোরকান (২২), আমির হোসেন (২৪), মো. রনি (২১), মো. ফরিদ প্রকাশ বুলু (২১), মো. নুর জামান (২১) ও মো. এমরান প্রকাশ সজল (১৯)। তাদের কাছ থেকে একটি কিরিচ ও তিনটি ছুরি উদ্ধার করে পুলিশ।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি কিরিচ ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। মাঝিরঘাট এলাকায় এক শ্রমিক নেতাকে হত্যার পরিকল্পনাও ছিল তাদের।
সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, গ্রেফতার ছয়জন অন্তত তিনটি মামলার আসামি। কিছুদিন আগে তারা জামিনে মুক্তি পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মামলা পরিচালনার টাকা জোগাড় করতে ও কারাবন্দি সহযোগীদের মুক্ত করার জন্য টাকার প্রয়োজন। সেজন্য ডাকাতির পরিকল্পনা করেছিল তারা।
একুশে/এসএইচ