যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনার রুপরেখা দিয়েছেন ট্রাম্প

trumpযুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প তাঁর অর্থনৈতিক পরিকল্পনার একটা রুপরেখা দিয়েছেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো চাঙ্গা করার জন্য কর হ্রাস, সরকারি নিয়ম কানুন সীমিত করা এবং মধ্য আয়ের কর্মীদের আয় বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

ডনাল্ড ট্রাম্প তাঁর ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দী হিলারী ক্লিনটনকে ‘অতীতের প্রার্থী’ হিসাবে চিহ্নিত করেন। কারন ট্রাম্প মনে করেন, হিলারী ক্লিনটন কর বাড়ানো, ব্যবসায় আরো বিধি নিষেধ আরোপ, জ্বালানী উন্নয়নে কম নিয়ন্ত্রনের কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনের মূল কেন্দ্র মিশিগানের ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে এসব কথা বলার সময় ডনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার প্রতিবাদকারীদের দ্বারা বাঁধাগ্রস্ত হন।

ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারী ক্লিনটন একই গ্রুপের সামনে বৃহস্পতিবার তাঁর অর্থনৈতিক পরিকল্পনার কথা বলবেন।