পদবঞ্চিত সুফিয়ানের অনুসারীদের বিক্ষোভ

BNP-logoচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে সভাপতি পদ থেকে বঞ্চিত করে কমিটি ঘোষণার প্রতিবাদে চান্দগাঁও থানা বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আবু সুফিয়ান ভার্চুয়াল জগতের নেতা নন। তিনি রাজপথের অপ্রতিরোধ্য যোদ্ধা। ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে ৯০’র স্বৈরচার বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করেছেন।

সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হমলা, মামলা ও অসংখ্যবার কারাভোগ করেছেন। অথচ পদবন্টনের ক্ষেত্রে পাওয়ার হিসেবটা বরাবরই শূন্য, হয়েছেন অবহেলিত ও উপেক্ষিত।

ত্যাগী ও সাহসী নেতার অবমূল্যায়ন সঠিক ও যোগ্য নেতৃত্ব বিকাশে অন্তরায় উল্লেখ করে বক্তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে আবু সুফিয়ানকে সভাপতি করে কমিটি দিয়ে তৃণমূল নেতাকর্মীদের অনুপ্রাণিত করতে দলের হাইকমান্ডের প্রতি দাবি জানান।

বক্তব্য রাখেন- যুবদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা সাজিদ হাছান রনি, আবু বক্কর রাজু, সাইদুল ইসলাম, আব্দুল নবী, শহিদুজ্জামান, সঞ্জয় ভঞ্জ, আব্দুর রশিদ, ইমরান ভূইয়া প্রমুখ।