কোতোয়ালীতে ১৩ হাজার পিস হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে অন্তত ১৩ হাজার ৫শ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পলিশ । গ্রেপ্তারকৃত আসামীর নাম আল আমিন (২৫)। আল আমিন শেখ কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার দোভাষ বাড়ি এলাকার সোলায়মান শেখের ছেলে।

পুলিশ বলছে, আল আমিন একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয়ে্ছে ।

বুধবার (২৯ আগস্ট) ভোররাতে তাকে গ্রেফতার করা হয় ।

কোতোয়ালী থানা সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে/এসএইচ/এটি