শাহ আমানতে সাড়ে নয় কেজি সোনাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে নয় কেজি ওজনের ৮২টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে  শুল্ক গোয়েন্দারা।

গ্রেপ্তার সাইফুল আলম (৪৬) চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় মাস্কট থেকে ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন তিনি।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার প্রণয় চাকমা জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক গতিবিধির জন্য সাইফুলকে আটক করা হয়।

“পরে তার কোমরের সঙ্গে লাগানো ব্যাগের ভেতর থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

উদ্ধার করা বারগুলোর ওজন সাড়ে নয় কেজি এবং এগুলোর বাজার মূল্য আনুমানিক চার কোটি টাকা বলে জানান তিনি।