রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুক্তির আগেই ৩৫০ কোটি আয় করলো ‘বাহুবলী ২’

প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৬ | ৬:১২ পূর্বাহ্ন

bahuboli2ঢাকা: মুক্তির আগেই বাহুবলী ২ আয় করলো ৩৫০ কোটি রুপি। প্রি-রিলিজ ডিল থেকে এই আয় হয়েছে। আর এই আয়ের মাধ্যমে কাবালিও হারিয়ে দিল বাহুবলী।

ফিল্ম বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাণিজ্যিক হিসেবে ইতিমধ্যেই ‘কাবালি’কে ছাড়িয়ে গিয়েছে ‘বাহুবলী ২’। কারণ মুক্তির আগেই প্রি-রিলিজ ডিল থেকে ‘বাহুবলী ২’ এর আয় হয়েছে ৩৫০ কোটি টাকা। যেখানে মুক্তির আগে ‘কাবালি’ আয় করেছিল ২০০ কোটি টাকা।

আগামী বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলী ২। সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি।