সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নগরে অপহরণের দায়ে দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০১৮ | ৫:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরে অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ । নগরের নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি , গ্রেফতারকৃতরা পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণ করছিল।

গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী হলেন- মাহমুদুল ইসলাম (৩০) ও মো. শাহজাহান (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ আগস্ট) রাতে নগরের নতুন ব্রিজ এলাকায় কলেজ শিক্ষার্থী আলী রমজানের কাছ থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের পর পথচারী হাবিব কাউছারকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করেন দুই যুবক।

পরে সিএনজি চালিত অটোরিকশাটি ধাওয়া করে হাবিব কাউছারকে উদ্ধার করা হয়। চালক শাহজাহান ও পুলিশ পরিচয় দেওয়া মাহমুদুলকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পুলিশ পরিচয়ে ছিনতাই ও অপহরণের দায়ে দুই ছিনতাইকারীকে চোরাই মোবাইল ও ছোরাসহ গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত আরও একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।