রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে ডেনমার্ক আওয়ামী লীগের বিবৃতি

প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০১৬ | ১১:০১ অপরাহ্ন

denmarkকোপেনহেগেন: ইউরোপিয়ান আওয়ামী লীগের ব্যানারে কথিত ‘সংবাদ সম্মেলনে’ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদ করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কথিত ‘সংবাদ সম্মেলনে’ ডেনমার্ক আওয়ামী লীগের কোন প্রতিনিধি ছিলেন না। সাংবাদিক বিহীন এই সংবাদ সম্মেলনের নাটকে বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ডেনমার্ক আওয়ামী লীগের ক্ষেত্রে ভুয়া ও কথিত এজেন্টের নাম আসায় ডেনমার্ক আওয়ামী লীগের আপামর কর্মী ও সমর্থকবৃন্দ বিব্রত বোধ করেছেন।

‘প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ, নিউজ ছাপানোর আগে যথাযথ যাচাই ও বাছাই করুন।’ -উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউরোপের বাইরের দেশ। সভাপতি ও সাধারণ সম্পাদক বিহীন কিছু পদলোভী বাংলাদেশে অবস্থান করে ইউরোপিয়ান আওয়ামী লীগের নাম দিয়ে ‘সাংবাদিক সম্মেলন’ করা কতটা যুক্তিযুক্ত তা বিবেচনার বিষয়।

এতে বলা হয়, পবিত্র শোকের মাস অাগস্ট যেখানে পুরো জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকে নিমজ্জিত থাকে, সেখানে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের নামে মিথ্যা ও কুৎসা রটানো কোন গভীর ষডযন্ত্রের অংশ।

যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সেখানে এই বিভক্তির রাজনীতি কোন গভীর ষডযন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার জন্য বিবৃতিতে আহবান জানানো হয়।

ইউরোপ আওয়ামী লীগের সকল গঠনতান্ত্রিক কাজের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ওই বিবৃতিতে, শ্রী অনিল দাশ গুপ্ত ও এম এ গনি এর মধ্যে বিভক্তি সৃষ্টির ষডযন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানানো হয়।