বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নিরাপদে আদালতে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মনে করি কেবল হয়রানির উদ্দেশে এ মামলায় তার নাম (রিজভীকে) জড়ানো হয়েছে। তাকে হয়রানি না করে নিরাপদে কোর্টে আত্মসমর্পণের সুযোগ দিন।’
মির্জা ফখরুল বলেন, সবগুলো মামলায় জামিনে থাকা সত্ত্বেও যে মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এর এফআইআর-এ তার নাম ছিলো না। এমনকি মামলার এজহারে যখন তার নাম অন্তর্ভুক্ত করা হয় তখনও বিষয়টি তার আইনজীবীকে জানানো হয়নি। এর আগে সকালে রাজধানীর পল্টন থানার দুই মামলা ও যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার পৃথক আদালতে মামলা তিনটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো।