চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার একটি পুকুর সেচে অস্ত্র উদ্ধারের কথা জানালেও সেখানে অস্ত্র মেলেনি। পাওয়া গেছে বড় বড় সব মাগুর মাছ!
শনিবার বিকেল থেকে রাত দুইটা পর্যন্ত শেলো মেশিন ব্যবহার করে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটির পানি অপসারণ করা হয়।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন বলছেন, শুক্রবার রাতে পুকুরটির পাড় থেকে ধারালো অস্ত্রসহ ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে তারা পুকুরে কিছু অস্ত্র ফেলে দিয়েছিল বলে পুলিশ জানতে পারে। এরপর সেসব অস্ত্র উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর পানি অপসারণের সময় যেই পুকুরে বিশাল অস্ত্রের মজুদের খবর দিয়েছিল পুলিশ সেখানে মিলেছে শুধুই বড় বড় মাগুর মাছ। প্রায় ৫ কেজি ওজনের প্রতিটি মাগুর মাছ পুকুর থেকে যখন পাড়ে এনে রাখা হচ্ছে তখন পুলিশসহ উৎসুক জনতা অবাকই হচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা এ অভিযানে অস্ত্র উদ্ধার করতে না দেখলেও এসি ডবলমুরিং আশিকুর রহমানের দাবি, পানি অপসারণের পর দুটা দেশিয় তৈরি এলজি ও কার্তুজ পাওয়া গেছে।
এসময় উপস্থিত ছিলেন এডিসি (পশ্চিম) নাজমুল হাসান, এসি (ডবলমুরিং) আশিকুর রহমান, ওসি ডবলমুরিং মহিউদ্দীন সেলিম, পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলামসহ বিশাল পুলিশ ফোর্স।
ছবি : আকমাল হোসেন
একুশে/এডি/এটি