রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিল্পকলা একাডেমির সম্পাদক পদে বিজয়ী বাবু

প্রকাশিতঃ ২১ জুলাই ২০১৮ | ৮:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির নির্বাচনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম বাবু। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জন সহ সভাপতি ও দুই জন যুগ্ম সম্পাদক পদে বিজয়ীদের নাম পাওয়া গেছে।

২ টি সহ সভাপতি পদের বিপরীতে ৮ জনের নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হয়েছেন রণজিৎ রক্ষিত ও জাহাঙ্গীর কবির।

২ টি যুগ্ম সম্পাদক পদের বিপরীতে ৯ জনের নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হয়েছেন মইন উদ্দিন কোহেল ও হাসান জাহাঙ্গীর।

তবে এখনো কার্যকরী সদস্য পদের বিজয়ীদের ফলাফল জানা যায়নি। এখানে ৫ টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

দীর্ঘ প্রায় ১৬ বছরের পুরনো অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে এবার কমিটি করার সিদ্ধান্ত হয়। সে অনুসারে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নতুন কার্য নির্বাহী কমিটি গঠিত হতে হচ্ছে এ নির্বাচনের মাধ্যমে। এরআগে শনিবার সকাল নয়টা থেকে ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির নির্বাচনে দশটি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৫১ পদপ্রার্থী। এর মধ্যে সহ-সভাপতির ২টি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদকের ২টি পদে ৯ জন এবং কার্যকরী সদস্যের ৫টি পদে ৩২ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও কালচারাল অফিসার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিন জন সদস্য জেলা প্রশাসক কর্তৃক মনোনিত হবেন।

জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান।