রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইএসের হুমকি : ফরাসি বিমানের জরুরি অবতরণ

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০১৫ | ৬:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

Schiphol-Airport,-Amsterdamসামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠন আইএসের দেয়া হুমকির পর আমস্টারডাম থেকে প্যারিসগামী একটি ফরাসি বিমান স্কিপহোল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ডেইলি মিররের দাবি ‘নিহত’ আইএস জঙ্গি জিহাদি জনের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া হুমকিতে বলা হয়েছে- বিমানটির পরণতি মিসরের সিনাই উপকূলে বিধ্বস্ত রাশিয়ান বিমানের মত হবে।

টুইটে বলা হয় রাশিয়ান বিমানের কথা ভুলে গেছো? অপেক্ষা করো আমস্টারডাম থেকে প্যারিসগামী এএফ১৭৪১ বিমানেরও একই পরিণতি হবে। সেখানে হ্যাশট্যাগ দিয়ে প্যারিস হামলার বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

এদিকে অপর একটি টুইটে বলা হয় : গতকাল প্যারিস এরপর শিগগিরই ব্রাসেলস বিমানবন্দর এবং স্কিপহোল বিমানবন্দরে আমাদের ভাইয়েরা হামলা চালাবে।