যুবদলের বিক্ষোভ সমাবেশ

ctgচট্টগ্রাম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় হাইকোর্টের দেয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। সোমবার সকালে কাজীর দেউড়ীর মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার। সরকার ঈর্শান্বিত হয়ে আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে বিচার বিভাগের মাধ্যমে এ রায় ঘোষণা করিয়ে নিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এ রায় বিচার বিভাগের নয়, এই রায় আওয়ামী লীগ সরকারের। এদেশের যুবসমাজ এ রায় মেনে নিবে না। আন্দোলনের মুখে সরকার রায় বাতিল করতে বাধ্য হবে।

নগর যুবদলের সিনিয়র সম্পাদক মো. শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর যুবদল নেতা এম এ মনসুর, এম এ শাকি, এমদাদুল হক বাদশা, মানিক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।