সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার পানি পরীক্ষা করতে হাই কোর্টের নির্দেশ

প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৮ | ৮:৫০ অপরাহ্ন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর ও আগ্রাবাদ এলাকায় জন্ডিসের প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম শহরে ওয়াসার পানিতে হেপাইটাইটিস-ই আছে কি না, তা পরীক্ষা করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এছাড়াও পানি পরীক্ষার এক মাসের মধ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে।

একই সঙ্গে হালিশহর, আগ্রাবাদ এবং সংলগ্ন এলাকায় জন্ডিসে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটকারী আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ) নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

গত মে মাসে বন্দর নগরীর হালিশহর এলাকায় ডায়রিয়া ও জন্ডিসের প্রকোপ দেখা দেওয়ার পর নিরাপদ পানি সরবরাহে চট্টগ্রাম ওয়াসার ব্যর্থতাকে দায়ী করে বিভিন্ন সংগঠন ও নগরবাসী। জুনের শেষে জন্ডিসে আক্রান্ত হয়ে তিনজন মারা যাওয়ার খবর প্রকাশের পর চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তখন পর্যন্ত হালিশহর এলাকায় হেপাটাইটিস-ই ভাইরাসে ১৭৮ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়াও হালিশহরে জন্ডিসের প্রকোপ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। এর মধ্যে দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে রিট করেন আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ)।
আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ) সাংবাদিকদের বলেন, ‘আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। রুলে চট্টগ্রাম সিটির জনগণের জীবন রক্ষায় ব্যাকটেরিয়ামুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, নিরাপদ পানি সরবরাহের কেন নির্দেশ দেওয়া হবে না এবং জন্ডিসে আক্রান্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। ’

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মহিউদ্দিন বলেন, আদেশে আদালত জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেওয়া এলাকায় চট্টগ্রাম ওয়াসার পানিতে হেপাইটাইটিস-ই ভাইরাস আছে কি না তা পরীক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করতে বলেছে। কমিটিতে স্থানীয় প্রশাসনের দুইজন এবং বিশেষজ্ঞ থাকবেন তিনজন। কমিটির প্রতিবেদন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। আগামী ১৮ অক্টোবর পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে বলে জানান তিনি।