রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

প্রাইভেট হাসপালে সেবা বন্ধ : ম্যাজিস্ট্রেটের হুশিয়ারি

| প্রকাশিতঃ ৮ জুলাই ২০১৮ | ৭:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম : সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুতে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে বির্তক উঠার পর র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানের প্রতিবাদে রোববার দুপুর একটা থেকে চট্টগ্রামে সব বেসরকারি হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন মালিকরা। তবে হাসপাতালগুলোতে আগে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা পেলেও নতুন করে কোনও রোগী ভর্তি করানো হচ্ছেনা। অন্যদিকে প্রাইভেট চেম্বারেও রোগী দেখা ও ডায়গনস্টিক সেন্টারগুলো বন্ধ করে রাখা হয়েছে। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

যদিও বা স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত কমিটির তদন্তে ম্যাক্স হাসপাতালের অনিয়ম ধরা পড়ার বিষয়টি উঠে আসে। এমনকি র‌্যাবের ভ্রাম্যমান আদালতও ম্যাক্স হাসপাতালে নানা অনিয়ম পায়।

‘প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম’ প্রাইভেট চিকিৎসা সেবা প্রদান বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসা পাওয়া সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এটা ব্যাহত করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনি আমি কেউ আইনের উর্ধ্বে নন। প্রত্যেকেই আমরা আইনের মাধ্যমে পরিচালিত। প্রত্যেকটি ব্যবসা তার নিজস্ব আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। এখন কেউ যদি আইন ভেঙ্গে চিকিৎসা সেবা ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা এসব করছে তাদের সমস্যা থাকলে সেটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারে কিন্তু আইন না মেনে কোনো কাজ করা যাবে না। ’

তিনি আরো বলেন, ‘এটা আমাদের রুটিন কাজ আর সাডেন ভিজিট। এখানে কোনো উদ্দেশ্যে নিয়ে আমরা অভিযান করছি না। অভিযান অব্যাহত থাকবে। সরকারের ওপর ক্ষমতাশালী কেউ নয়। সবাই আইন মানতে বাধ্য। প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান দুই একটা বন্ধ হয়ে গেলে মঙ্গল। সেবা বন্ধ করে এসব অনিয়মকে ঢাকা যাবেনা। আজকে দুই হাসপাতালে অভিযানের ফলে দুই পক্ষই সচেতন হবে। গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশের পর জনগণ সচেতন হবে তেমনি মালিকরাও সচেতন হবে। ’

বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পলিসি লেভেলে আলোচনা করতে চাইলে সরকারের সাথে করতে পারেন। কিন্তু আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তদারকিতে বাধা দিতে চাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য সেবা নিয়ে কাউকে সরকার ছিনিমিনি খেলতে দেবে না। যেসব ল্যাবে নানা অনিয়ম ধরা পড়েছে, সেইসব সুরাহা করুন। চাইলে আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো। কিন্ত কাউকে জিম্মী করে নয়। এখানে আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। সবাই একই পতাকার, একই দেশের মানুষ। ’

বির্তকিত ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে দশ লাখ টাকা ও নগরের আরেক অভিজাত বেসরকারি হাসপাতাল সিএসসিআরে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে চার লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রির্পোটার রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে দায়ীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামেন সাংবাদিকরা। পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়।

পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে। তাদের প্রতিবেদনে, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

একুশে পত্রিকা/এডি