চট্টগ্রাম : চট্টগ্রামে নিহত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মো. ফিরোজকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (৮ জুলাই)চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত রিমান্ড শুনানি শেষে ফিরোজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (৩ জুলাই) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা সেশন জজ ও তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২ মে কর্ণফুলী নদী তীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ। পুলিশ তার বন্ধু আদনান মির্জাকে গ্রেফতার করে পরদিনই। আদনানও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।
এ ঘটনায় দায়ের করা মামলায় আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করা হয়।
ফিরোজ আগে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাজ্জাদ খানের (চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত) অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ডাকাতির মামলার আসামি ফিরোজ একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন।
পরে নিজেকে বর্তমান সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী পরিচয় দিয়ে নগরীতে ব্যানার টাঙান তিনি।
একুশে/এসআর/এটি