বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৬ | ১:০০ অপরাহ্ন

cu bslচবি: শাটল ট্রেনে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে এ ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষে জড়িয়ে পড়া সিক্সটিনাইন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন ও সদ্য গঠিত চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারি। অপরদিকে বিজয় গ্রুপ নগর আওয়ামীলীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধূরী এবং কমিটির সাধারণ সম্পাদক এএইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় করে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের জুনিয়র কর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিজয় গ্রুপের কর্মীরা সিক্সটি নাইনের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মারুফ খানকে মারধর করে। পরে শাটল ট্রেনটি চবি স্টেশনে পৌছুলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোকাদ্দেস হোসেন একুশে পত্রিকাকে বলেন, ‘দুটি গ্রুপের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনার পর ক্যাম্পাস শান্ত রাখার চেষ্টা করছি আমরা।’