জামায়াত কেন নিষিদ্ধ হচ্ছে না, প্রশ্ন হান্নান শাহের

hannanঢাকা: সরকার কৌশলের কারণেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করছে না এবং তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগে বিএনপিকে ছাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। বলেছেন, ভারত যেমন কাশ্মিরকে কার্ড হিসেবে ব্যবহার করছে তেমনি সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে।

জামায়াত নিষিদ্ধ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে হান্নান শাহ বলেন, ‘হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করার পর বলা হয়েছিল বাজেট অধিবেশনে দলটি নিষিদ্ধ করা হবে। কই জুন মাস তো চলে গেল। কইও হলো না, খইও হলো না।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান করিব মুরাদ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে হান্নান শাহ সম্প্রতি জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে তার দলের চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বান, সরকারের অবস্থান, তারেক রহমানের সাজা, পার্শ্ববর্তী দেশ ভারতের বিষয়ে কথা বলেন।

বিএনপির এই নীতি নির্ধারণী ফোরামের নেতা জামায়াত প্রসঙ্গে যখন বক্তব্য দিলেন তখন জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য ইস্যুতে নানা গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে জোটে থাকা দলটিকে বাইরে রেখে বিএনপি ঐক্য গড়বে। এই ইস্যুকে কেন্দ্র জামায়াতকে জোট থেকে বের করে দেয়া হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

হান্নান শাহ বলেন, ‘বিএনপির নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কতজনের আত্মীয়তা হয়েছে আর জামায়াতের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কতজনের আত্মীয়তা হয়েছে তা বের করা হলে বোঝা যাবে কাদের জামায়াত প্রীতি বেশি।’

তিনি বলেন, ‘জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার বলছে, জাতীয় ঐক্য হয়ে গেছে। আসলেই তাদের ঐক্য হয়েছে। কারণ হাসানুল হক ইনু গণবাহিনী তৈরি করেছিলেন, যা ছিল সন্ত্রাসী বাহিনী। তার সঙ্গেই তো সরকারের ঐক্য হয়েছে। তবে জনগণ, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্য হয়নি। আর সরকার তো বলছে আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যথেষ্ট।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার চায় না জাতীয় ঐক্য হোক। কারণ খালেদা জিয়া যে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের কথা বলেছেন তাতে সাড়া দিলে তাদের রাজনৈতিক পরাজয় হবে।

আবারো জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে সরকারের উদ্দেশে হান্নান শাহ বলেন, ‘এখনো সময় আছে। কিন্তু আপনারা যদি এ বিষয়টিকে এক পাশে রেখে দেশ শাসন করবেন বলে মনে করেন তা সম্ভব হবে না। তাই আপনাদের (সরকার) উচিত এখনই এই ডাকে সাড়া দেয়া। খালেদা জিয়ার আহ্বানে সাড়া না দিলে মনে করবো আপনারা সন্ত্রাসীদের সঙ্গে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত সবাইকে নিয়ে একটি কনভেনশন বা গোলটেবিল আলোচনার আয়োজন করা। জাতীয় ঐক্য গড়ে তোলা সরকারের দায়িত্ব। কিন্তু তারা তা চায় না। সরকার এই উদ্যোগ না নিলে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জঙ্গিবাদ প্রতিহত করতে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে হান্নান শাহ বলেন, ‘সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। না হলে সামনে যে ‘বান’ আসছে, তাতে সরকার-বিএনপি সবাই ভেসে যাবে। কেউ রক্ষা পাবে না।’

বাংলাদেশ বিভিন্নভাবে বৈদেশিক আগ্রাসনের স্বীকার হচ্ছে এমন দাবি করে ভারতের দিকে ইঙ্গিত করে হান্নান শাহ বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী বলা হয়, কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে ন্যায্য হিস্যা পাচ্ছি না।’