‘জাতীয় ঐক্য হয়ে গেছে, বিএনপি তাতে নেই’

shajahanঢাকা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর বিএনপি যেহেতু জঙ্গিবাদের পক্ষে কথা বলছে তাই তারা এই ঐক্যে নেই।’

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ প্রজন্ম লীগ ও মহিলা আইনজীবী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

শাজাহান খান বলেন, ‘এদেশে জঙ্গিবাদের স্থান হবে না। জঙ্গি দমনে অপারেশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জঙ্গিবাদ উৎখাত হবেই।’

বিএনপি নেতা হান্নান শাহ ও শাহ মোয়াজ্জেম হোসেন জঙ্গিবাদের পক্ষে কথা বলছেন বলে অভিযোগ করেন শাজাহান খান। তিনি বলেন, তারা জনতার রোষ থেকে রেহাই পাবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়। আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।