ভিন ডিজেলের সঙ্গে অন্তরঙ্গ দীপিকা

dipika2ঢাকা: শুটিংয়ের ফাঁকে ভিন ডিজেলের সঙ্গে চুটিয়ে মজা করেছেন দীপিকা। সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেন নিজেই।ভিনের সঙ্গে তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর।

‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এ ভিন ডিজেল এবং অন্য কলাকুশলীর সঙ্গে শুটিংয়ের ফাঁকে জমিয়ে হাসিঠাট্টায় মেতেছিলেন দীপিকা।

ভিনের সঙ্গে তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার। শুটিং সেরে দেশে ফিরে এসেছেন নায়িকা বেশ কিছুদিন আগেই।

কিন্তু মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন সেই সময়ের ছবি। ‘ট্রিপ্‌ল এক্স…’ মুক্তি পাওয়ার কথা আগামী বছরের শুরুতে।