সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইয়াবা পাচারের অভিযোগ, রিমান্ডে পুলিশ কনস্টেবল

প্রকাশিতঃ ১০ জুন ২০১৮ | ৯:১৪ অপরাহ্ন

ময়মনসিংহ: ময়মনসিংহে আদালতের মালখানা থেকে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল আল-আমিনকে (৩০) জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বিচারক মাসুদুর রহমান এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাত ১০ টার দিকে নগরীর পুলিশ লাইন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সোর্স আব্দুল মোতালেবকে ১২ হাজার ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই কনস্টেবলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, আদালতের মালখানা থেকে তারা ইয়াবা পাচার করত।

এদিকে মালখানা থেকে ইয়াবা পাচারে দায়িত্বে অবহেলার কারনে কোর্ট ইন্সপেক্টর কামরুজ্জামান, মালখানা অফিসার সাইফুল ইসলাম ও জিআরও মনিরুল ইসলামকে শনিবারই পুলিশ লাইন্সে ক্লোজড করেছে জেলা পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী বলেন, ধারণা করা হচ্ছে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।