বলিউড ছেড়ে যাচ্ছেন না নার্গিস ফাকরি

nargisঢাকা: সম্প্রতি গুঞ্জন উঠেছে নার্গিস ফাকরি ভারত ছেড়ে পাকাপাকি ভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। কিন্তু সেই জল্পনাকে গুজব বলে খারিজ করে দিলেন নার্গিস। জানালেন এমন কোনও পরিকল্পনাই নেই তার।

গতকাল বৃহস্পতিবার টুইটারের নার্গিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যে কাজে এসেছিলেন তা সেরে কয়েক সপ্তাহর মধ্যেই তার আগামী সিনেমা ব্যাঞ্জোর প্রচারের কাজ শুরু করবেন।

এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, বয়ফ্রেন্ড উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর নার্গিস বলিউড ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

খবরে আরও বলা হয়েছিল, হাউসফুল-৩ এর প্রোমোশনের মাঝেই তিনি ভারত ছেড়ে নিউইয়র্কে চলে গিয়েছেন। সেখানেই পরিবারের লোকজনদের সঙ্গে থাকতে চান বলে দাবি করা হয়েছিল। কিন্তু ওই খবর গুজব বলে খারিজ করে দিলেন।