বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চবি ভিসিকে ২৪ ঘন্টা পাহারা দেবে ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৯ জুলাই ২০১৬ | ২:০৮ পূর্বাহ্ন

cu vcচবি: নিরাপত্তার প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বডিগার্ড হয়ে ২৪ ঘন্টা পাহারা দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে জানানো হয়েছে এক প্রতিবাদ লিপিতে। একই সাখে চবি ভিসিকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠির তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ শুভ সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- আন্তর্জাতিক খ্যাতি স¤পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নিরাপত্তার জন্য প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বডিগার্ড হয়ে ২৪ ঘণ্টা পাহারা দিবে। তবুও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা চবি ছাত্রলীগ, তাঁদের অভিভাবকের উপর কোন হামলা হতে দিবে না।

এতে জানানো হয়- প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ স¤পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদ লিপিতে চবি ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতা বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ২৩ হাজার ছাত্রছাত্রীর অভিভাবক হিসেবে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে মনোনীত করেছেন। দেশ বরেণ্য এই শিক্ষাবিদকে যেকোনো মূল্যে রক্ষা করতে ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ।

জামাত-শিবির, জঙ্গিবাদ প্রতিরোধ ও নির্মূল করার জন্য চবি ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ নিয়েছে উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে।

হুমকি দিয়ে পাঠানো চিঠির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ জানানো হয়। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী সর্বদা জামাত-শিবির জঙ্গিবাদ এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি চবি শিক্ষক সমিতির জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে বলেন, ‘অন্ধকার, অসুস্থতা থেকে সমাজ, দেশ ও রাষ্ট্রকে বাঁচাতে জঙ্গিবাদ রুখে দাঁড়াতে হবে।জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের এ অগ্রযাত্রা ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল নানাবিধ চক্রান্তে লিপ্ত। চক্রান্তকারীদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। বাংলার মানুষ দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। ছাত্র, শিক্ষকসহ সকলকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোর এক দিনের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবাদ লিপিতে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেনসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি বৃহস্পতিবার (২৮ জুলাই) ডাকযোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মূল কার্যালয়ে এসে পৌঁছায়।