ঢাকা: গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি এফডিসি সংলগ্ন নিজস্ব স্টুডিও থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের ওই মামলায় আসিফ আকবর ছাড়াও অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা রয়েছে।
মামলার বাদী শফিক তুহিন জানান, অনুমতি ছাড়াই তার লেখা গান বিক্রি করেছেন আসিফ আকবর। এ ঘটনার প্রতিবাদ করায় আসিফ ও তার ভক্তদের দ্বারা সাইবার হামলার শিকার হয়েছেন তিনি।
এর আগে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন আসিফ। সেখানে শফিক তুহিনসহ সংগীতাঙ্গনের অনেকের নামেই বিষোদগার করেন তিনি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মোল্যা নজরুল ইসলাম জানায়, আসিফকে বুধবার আদালতে হাজির করা হবে। এছাড়াও ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে যারা আসিফ আকবরের নির্দেশে নানা হুমকী দিয়েছেন এবং বিদ্বেষ ছড়িয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে।