চবিতে জ্যেষ্ঠ শিক্ষকদের সাথে ছাত্রলীগ নেতাদের সৌজন্য সাক্ষাত

13874765_1205959069448936_1912209199_nচবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ওই অনুষদের ছাত্রলীগের নবগঠিত কমিটি। বৃহস্পতিবার ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানান ছাত্রলীগের নেতারা।

ব্যবসায় অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, একাউন্টিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আবদুর রহমান এবং মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান সজীব কুমার ঘোষের সাথে সৌজন্য সাক্ষাত করেন ব্যবসায় প্রশাসন অনুষদ শাখা ছাত্রলীগের নেতারা।

এর আগে গত ২৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ব্যবসায় প্রশাসন অনুষদ শাখার এক বছর মেয়াদী চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ফাইন্যান্স বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোঃ রিফাত রহমানকে সভাপতি ও ইসমাইল ইবনে ইব্রাহিমকে সহ সভাপতি, ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল বারী তানভীর তপুকে সাধারণ সম্পাদক এবং সাজিব জুনায়েদ সফলকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

গত মঙ্গলবার চবি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে নবগঠিত কমিটির নেতাদের আগামী মাসের ১০ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের চবি শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু।