চাঁদাবাজির মামলায় কারাগারে রনি

চট্টগ্রাম : চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গনি এ আদেশ দেন।

চট্টগ্রামের রাজনীতিতে নুরুল আজিম রনি নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তার আন্দোলনের প্রেক্ষিতে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের আদায় করা অতিরিক্ত ফি শিক্ষার্থীদেরকে ফেরত দিতে বাধ্য হয়। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে শিবির মুক্ত করার কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন রনি।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, নগরীর বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা এই মামলায় উচ্চ আদালত থেকে রনি এক মাসের জামিন নিয়েছিল। আইন অনুসারে ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করতে হয়। আজ জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত নগরীর চকবাজার এলাকার মতি টাওয়ার নামের একটি ভবনের পঞ্চম তলায় বিজ্ঞান কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপথ সংগ্রহ করতে গেলে পাঁচ হাজার টাকা করে উন্নয়ন ফি দাবি করা হয় বলে অভিযোগ ছিল অভিভাবকদের। এ নিয়ে গত ৩১ মার্চ অভিভাবকদের অবস্থানের মধ্যেই নিজ অনুসারীদের নিয়ে সেখানে যান রনি। ওইদিন জাহেদ খানকে চেম্বারে প্রবেশ করানোর এক পর্যায়ে তাকে মারধর করেন রনি। বিষয়টি স্বীকার করে পরে এক বিবৃতিতে এজন্য দুঃখ প্রকাশ করেন রনি।

৩১ মার্চের ওই ঘটনার পর সে রাতে নগরীর চকবাজার থানায় বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন রনি। এরপর ৪ এপ্রিল রাতে চকবাজার থানায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ২০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা করেন জাহেদ খান।

একুশে/এডি