শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

টোয়েন্টি২০ নিয়েও আত্মবিশ্বাসী মাশরাফি

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৫ | ৫:০৫ অপরাহ্ন

Mashrafeeওয়ানডেতে উড়ন্ত ফর্মেই আছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা ৫ সিরিজ জয়ে আত্মবিশ্বাসটা এখন তুঙ্গে। তবে ক্রিকেটের অন্য ফরম্যাটগুলোতে অবস্থা খুব ভাল নয়। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন টোয়েন্টি২০ শুরুর পর থেকে বাংলাদেশ সাফল্য পেয়েছে খুব কমই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চায় মাশরাফি বাহিনী। যার প্রথমটি শুক্রবার শুরু অনুষ্ঠিত হবে। সে জন্য প্রেরণা হিসেবে তারা নিচ্ছেন ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটাকে।

টোয়েন্টি২০ সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই, এটা সত্যি কথা। টোয়েন্টি২০-এ আমরা এখনো অতটা সফল নই। আর এটাও সত্যি যে ৩টি ওয়ানডে ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। আর আমরা মাঠে চেষ্টা করব সেই আত্মবিশ্বাস বয়ে নিয়ে যেতে। নিতে পারলে ফল আমাদের পক্ষে থাকবে আশা করি।’

তা ছাড়া সামনে এশিয়া কাপ হবে টোয়েন্টি২০ ফরম্যাটে। আগামী বছর রয়েছে টোয়েন্টি২০ বিশ্বকাপও। দিন দশেক পরই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই ফরম্যাটের এতগুলো খেলা থাকায় ২ ম্যাচের এই সিরিজ থেকেই সে সব প্রস্তুতি নিতে চান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘এরপর বিপিএল আছে, তারপর এশিয়া কাপ আছে। আগে-পরে অনুশীলন করব। সেরা কম্বিনেশন ঠিক করার চেষ্টা করছি আমরা। সেদিক থেকে বললে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।’

তবে টোয়েন্টি২০-এ যে বড়-ছোট দল বলে কিছু নেই সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘টোয়েন্টি২০ এমন খেলা যেখানে আগে থেকে অনুমানের সুযোগ নেই। সবসময় আক্রমণে থাকতে হয়, রক্ষণের জায়গা নেই। সেখানে এক-দুটো উইকেট পড়ে গেলে বা সামান্য ভুল হলে বড় দল-ছোট দলের পার্থক্য কমে আসে। তবে সেটা নেতিবাচক ভাবনা আমি মনে করি। ইতিবাচকভাবে যদি ভাবি, আমরা ভাল খেলছি সেটা ধরে রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আশা করি সমস্যা হবে না।’

অনেকদিন পর দলে ফিলে চমকই দেখিয়েছেন ইমরুল কায়েস। এখন সৌম্য ইনজুরি কাটিয়ে ওঠলে তার দলে থাকার সম্ভাবনা কতটুকু? জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘সামনে বিশ্বকাপ আছে, মূল ফোকাস ওটাই। এশিয়া কাপও। ইমরুলের কথা যদি বলেন ও যেভাবে রান করছে, বাংলাদেশ দলের জন্য তা দারুণ ইতবাচক। সৌম্য যেভাবে খেলছিল ওর জায়গাটাও পাকাই ছিল। ইমরুলও জানে, সৌম্য ফিরলে জায়গা ফিরে পাবে সে। তারপরও ইমরুল যেভাবে খেলেছে তা খুবই ভালো। আমি বলব না যে ওর সুযোগ নেই। সবারই সুযোগ আছে। টপ অর্ডারে অনেকের সুযোগ আছে। ৫ জন প্রায় টপ অর্ডারে আছে। অনেক কিছু চিন্তা করতে হবে।’