রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির মেয়রকে ব্যর্থ বললেন বিএনপির শীর্ষনেতা

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৬ | ১১:২৯ পূর্বাহ্ন

dr shahadatnasir manjuচট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্যগত বিএনপির মেয়র এম মনজুর আলমকে ব্যর্থ মেয়র হিসেবে আখ্যায়িত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, একজন নাগরিক হিসেবে মেয়রের কাছে কী চাহিদা থাকতে পারে, তা অনুধাবন করতে হবে। আগের মেয়র মোহাম্মদ মনজুর আলম এটি করতে ব্যর্থ হয়েছেন।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের দায়িত্বভার গ্রহণের বছরপূর্তিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

‘মেয়রের একবছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ডা. শাহাদাত ছাড়াও মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দার খান, সাহিত্যিক-সাংবাদিক আবুল মোমেন, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক জেরিনা হোসেন, প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনা বৃহস্পতিবার প্রথম আলোতে ক্রোড়পত্র হিসেবে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ডা. শাহাদাত হোসেন আ জ ম নাছির উদ্দীনকে জনগণের ভোটে নির্বাচিত মেয়র বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, সবার মূল কথা হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন। বর্তমান মেয়র নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাই তাঁর অনেক দায়বদ্ধতা রয়েছে।

মেয়র আ জ ম নাছিরের প্রশংসা করে তিনি বলেন, মেয়র প্রথম এক বছরে নগরকে বিলবোর্ডমুক্ত করেছেন। এতে আমরা খুশি হয়েছি। আশা করব, তিনি গ্রিন, হেলদি ও ক্লিন সিটি করার ব্যাপারে যে প্রত্যাশার কথা শুনিয়েছেন, তা বাস্তবায়ন করবেন।

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের এই বক্তব্য শুনে কৌতূহলী একজন বলে উঠলেন, ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি যে নির্বাচন বর্জন করেছিল একবছরের মাথায় বিএনপিরই একজন শীর্ষনেতা সেই নির্বাচনকে স্বীকৃতি দিলেন। স্বীকার করে নিলেন তাদের দলের মেয়র মনজুর আলম ব্যর্থ হওয়ায় জনগণ ভোট দিয়ে আ জ ম নাছিরকে মেয়র নির্বাচিত করেছেন।