রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বস্তির হঠাৎ বৃষ্টি

প্রকাশিতঃ ৩১ মে ২০১৮ | ৪:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম: কয়েক দিন ধরে কেমন একটা গুমোট ভাব ছিল। বাতাস নেই, বৃষ্টি নেই। রয়েছে প্রখর রোদ। বাইরে কিছুটা সময় থাকলেই ঘেমে-নেয়ে উঠছিল শরীর। সব মিলিয়ে অস্বস্তি। বুধবার রাতে নগরে নামা বৃষ্টি অসহনীয় সেই ভাব দূর করেছে।

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে আসে জনজীবনে। এতে করে নগর ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রমশ নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে মিয়ানমারের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে চট্টগ্রাম ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একুশে/এসআর