চট্টগ্রাম : কক্সবাজারে র্যাবের বন্দুকযুদ্ধে মো. মুজিবুর রহমান (৪২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সদর থানাধীন কবিতা চত্বর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া উইংয় থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০টি মামলার আসামি মোঃ মজিবুর রহমান (৪২) এর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।
এসময় ৬ হাজার ইয়াবা, ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি ও ২ টি খালি খোসা উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। নিহত মুজিবুর রহমানের লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে রয়েছে বলে র্যাব জানায়।
একুশে/এটি