.আলম দিদার : অবশেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। গত ২৬ এপ্রিল ইকবাল বাহারকে অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্ব দিয়ে রাজারবাগে পুলিশ সদর দফতরের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে (টিঅ্যান্ডআইএম) বদলি করার প্রায় এক মাস পর নতুন কমিশনার পেল সিএমপি।
২৭ মে (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন এ আদেশ দেন। আদেশের কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
এরআগে গত বছরের ১৩ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মাহাবুবর রহমান। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জন্মগ্রহণকারী মাহাবুবর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
১৯৯৫ সালে তিনি ১৫ তম বিসিএস-এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এএসপি (সদর দফতর) হিসেবে নরসিংদী জেলা পুলিশে, সার্কেল এএসপি হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর সার্কেল ও বাজিতপুর সার্কেলে ও এএসপি সদর সার্কেল হিসেবে নেত্রকোনা জেলায় দায়িত্ব পালন করেন সিএমপির নতুন এ কমিশনার।
মাহাবুবর রহমান সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাবে কর্মরত ছিলেন। নতুন কমিশনার সিও হিসেবে মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বগুড়া এপিবিএন-এ কর্মরত ছিলেন। এছাড়াও উপ পুলিশ কমিশনার (তেজগাঁও) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেন।
মো. মাহাবুবর রহমান এরপর পুলিশ সুপার হিসেবে হাইওয়ে (পূর্ব), বরিশাল ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ও ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন। তিনি ২০০২-০৩ সালে কসোভো ও ২০০৫-০৬ সালে আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক লাভ করেন।
একুশে/এডি