চবি প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিহামলা ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু বকর রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রহমান শোয়েবের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন স্কুল অব ডিবেট’র সভাপতি রাফিদ হাসান, এছাড়া চবিসাস সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক জমির উদ্দিন, দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
জঙ্গিবাদের কোনো ধর্ম নেই। ইসলামের নামে তারা মানুষ হত্যা করে জানিয়ে বক্তারা বলেন, ‘দেশ যখন সমৃদ্ধির পথে, নিম্মআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তখনই দেশিয় ও বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থীতিশীল করতে উঠেপড়ে লেগেছে। তাদের এই অপচেষ্টা প্রতিরোধে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
কেবল জঙ্গিদের নয়, পাশাপাশি তাদের মদদদাতা, অর্থের জোগানদাতা এবংআশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে।যারা জঙ্গি তৈরির কারিগর তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির বিধান করতে হবে বলেও মত দেন বক্তারা।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা, ছাত্রলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি মনসুর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।