তাসফিয়া ‘হত্যা’ মামলা : আসিফ তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম : স্কুলছাত্রী তাসফিয়া আমিন ‘হত্যা’ মামলায় এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান ওরফে আসিফ মিজানকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খান পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। আসিফ মিজানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে বুধবার রাতে নগরের পাঁচলাইশ থেকে তাসফিয়া আমিন ‘হত্যা’ মামলার এজহাজারভূক্ত আসামি আসিফ মিজানকে গ্রেফতার করে পতেঙ্গা পুলিশ।

গত ২ মে সকালে নগরের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে পাথরের ওপর থেকে সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নগরের মুরাদপুর থেকে পুলিশ তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে।

আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাসফিয়া আমিনের মৃত্যুর ঘটনায় গত ৩ মে দুপুরে আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা মোহাম্মদ আমিন। পুলিশ এখনো এই মৃত্যুরহস্য উদঘাটন করতে পারেনি।