মাহির পারিশ্রমিক ১০ লাখ টাকা!

বিনোদন প্রতিবেদক

Mahiঢাকাই চলচ্চিত্রে এর আগে এমন পারিশ্রমিক কোনো নায়িকার ভাগ্যে জুটেনি। মাহিয়া মাহিই প্রথমবারের মতো পারিশ্রমিক হাঁকালেন ১০ লাখ টাকা!

জানা গেছে, চিত্রনায়ক আমিন খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইকন এন্টারটেইনমেন্ট’র ব্যানারে মালেক আফসারীর নতুন ছবি ‘ধামাকা’য় অভিনয়ের জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুষ্টু-মিষ্টি নায়িকা। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক আসিফ নূর।

রেকর্ড করা এই পারিশ্রমিক প্রসঙ্গে মাহি জানালেন, ‘আমার মনে হয় আজকালকার দিনে সার্বিক দিক বিবেচনা করলে ১০ লাখ টাকা বেশি কিছু না। তাছাড়া আমি অন্যদের মত ভুরি ভুরি ছবিতে কাজ করি না।’

মাহি আরো বলেন, ‘হাতে একগাদা ছবি রেখে কি লাভ যদি একটিও দর্শক না দেখে? বছরে দু’চারটে ভালোমানের ছবিই যথেষ্ট বলে আমি মনে করি।’

এদিকে, মাহি বর্তমানে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় `কৃষ্ণপক্ষ` ছবিতে কাজ করছেন। এখানে মাহির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির কাজ প্রায়। অল্পকিছু দিনের মধ্যে এটি মুক্তি পাবে।