রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

‘এ ঘটনা রাউজানে হলে ইফতার প্রদানকারীদেরও মরতে হতো !’

| প্রকাশিতঃ ১৮ মে ২০১৮ | ১১:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সাতকানিয়ায় কেএসআরএম শিল্পগ্রুপের পক্ষে ইফতার-সামগ্রী প্রদানের সময় পদদলনে ১০ জন নারী-শিশু নিহত হওয়ার ঘটনা এখনো ‌’টক অব দ্যা কান্ট্রি’। সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টর, সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে এই ট্র্যাজিক ঘটনা।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়েও এটি বেশ গুরুত্ব সহকারে স্থান পায়।

মিটিংয়ে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একুশে পত্রিকাকে বলেন, ‘সাতকানিয়ার ট্র্যাজিক ঘটনার প্রসঙ্গে রাউজান এবং রাউজানের এমপি’র কথা টেনে আনেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন; বলেন, এই ঘটনা রাউজানে হলে ইফতারসামগ্রী বিতরণকারিদেরই মেরে ফেলতো রাউজানের লোকজন। রাউজানের এমপি তাদের অস্তিত্ব রাখতেন না।’

ওই কর্মকর্তা বলেন, কেবল সেদিনের মিটিংয়ে নয়, প্রায় মিটিংয়েই ডিসি স্যার রাউজানের প্রসঙ্গ টানেন। রাউজানের ইতিবাচক পরিতর্বনের প্রশংসা করেন।

এসময় সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেনকে একহাত নেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের ভর্ৎসনার একপর্যায়ে ইউএনও সাতকানিয়া কেঁদে দেন বলেও একুশে পত্রিকাকে জানান ওই কর্মকর্তা।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে চট্টগ্রাম পুলিশ-সুপার নুরেআলম মিনা, উপজেলা চেয়ারম্যানগণ, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার ইউএনও এবং আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

একুশে/এটি