আশ্রয় ফিরে পেতে আদালতে স্ত্রী

চট্টগ্রাম : নগরের হালিশহর এলাকার বাসিন্দা এক নারী ২৬ বছরের সংসার জীবনে এসে সর্ম্পকের ছেদ পড়ায় নিজের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্ত হয়েছেন। স্বামীর ঘরে ছেলে-মেয়েসহ নিজেরে আশ্রয় ও ভরণপোষনের অধিকার চেয়ে পারিবারিক সহিংসতা (প্রতিরক্ষা ও সুরাক্ষা) আইন ২০১০ এর ১১ ধারায় একটি মামলা দায়ের করেছেন বুলবুল আক্তার নামে ওই নারী।

সোমবার দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল নোমানের আদালতে বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন ফাইট ফর উইমেন রাইটস’র সভাপতি অ্যাডভোকেট রেহানা বেগম রানু। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রফিকুল আলম।

আদালত মামলাটি গ্রহণ করে হালিশহর থানার ওসিকে বাদীর আবেদন কেন বাস্তবায়ন করা হবে না তা প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট রেহানা বেগম রানু জানান, হালিশহরের বাসিন্দা বুলবুল আক্তারের সঙ্গে তার স্বামী আব্দুস সামাদের ২৬ বছরের সংসার জীবন। কিন্তু তার স্বামী জান্নাতুল ফেরদৌস নামে এক নারীকে গোপনে বিয়ে করেন। সাম্প্রতিক সময়ে বিষয়টি জানাজানি হলে এনিয়ে প্রতিবাদ করলে স্বামী আব্দুস সামাদ বাদী বুলবুল আক্তার ও তার সন্তানদের মারধর করে বাসা থেকে বের করে দেন।

ফলে তারা অধিকারহারা হয় ও আশ্রয়হীন হয়ে পড়ে। তারা বাইরে বাসা ভাড়া নিয়ে জীবন যাপনের ফলে সামাজিক সম্মানহানির পাশাপাশি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে ফাইট ফর উইমেন রাইটস’র সঙ্গে যোগাযোগ করলে তাদের আইনী সহায়তা দেয়া হয়। মামলায় স্বামী আব্দুস সামাদকে ছাড়াও দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে আসামি করা হয়েছে।

একুশে/এডি