চট্টগ্রাম : সাতকানিয়ায় ইফতারসামগ্রী গ্রহণ করতে গিয়ে নারী ও শিশুরা তীব্র গরম, হিটস্ট্রোক ও শ্বাসকষ্টে মারা গেছেন বলে দাবি করেছেন কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুন করিম।
সোমবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগ্রাবাদ কেএসআরএম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন। এ সময় কেএসআরএমের ডিজিএম সাখাওয়াত হোসেন, কর্মকর্তা সৈয়দ নজরুল আলম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মেহেরুন করিম বলেন, প্রতিবছরের মতো এবারও ১০ থেকে ১২ হাজার মানুষকে ইফতার সামগ্রী ও যাকাত দেওয়ার আয়োজন করা হয়। এ জন্য সকাল আটটায় সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামে যাকাত ও ইফতারসামগ্রী দেওয়া শুরু করা হয়। কিন্তু সাড়ে নয়টার দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯ জন মহিলা ও শিশু মারা যায়।
মেহেরুন করিম তাদের কোনো অব্যবস্থাপনা ছিল না দাবি করে বলেন, পুলিশের ১শ’ জন ও আমাদের সিকিউরিটির ২শ’ সদস্য ত্রাণবিতরণের সময় কাজ করেন। হিটস্ট্রোক, গরম ও শ্বাসকষ্টে এ নয়জন মারা যান। তাদের প্রত্যেককে তিন লাখ টাকা ও পরিবারের চাকরি করতে সক্ষম একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করবে কেএসআরএম।
একুশে/এটি