চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘী ও কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবদুল খালেক, মিজানুর রহমান এবং মো. সেলিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, লালদিঘী এলাকা থেকে ২ হাজার ৪০০টি ইয়াবাসহ খালেক ও মিজানুর নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। ইছানগর এলাকা থেকে ৬০০টি ইয়াবাসহ সেলিম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী ও কর্ণফুলী থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এসআর/একুশে