বিএনপির কর্মসূচি আদালতের বিরুদ্ধে যাচ্ছে : হাছান মাহমুদ

Hasan mahmudঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপির কর্মসূচির সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, একজন অপরাধীকে উচ্চ আদালত সাজা দিয়েছে। সে সাজার বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ মিছিল করে আদালত অবমাননা করেছে, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তাদের এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আদালতের বিরুদ্ধে যাচ্ছে। রায়ের বিরুদ্ধে যাচ্ছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতির প্রতি প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ট্রাফিক পুলিশ একজন বিচারপতির গাড়ি আটকে রাখার জন্য তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিয়েছে। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?

মানববন্ধনে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের চেয়ারম্যান মোল্লা মো. আবু কাওসার।