চট্টগ্রাম : রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়ি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ পণ্য পরিবেশন করায় নগরের তিনপোলের মাথা এলাকার ঘোষ সুইটসকে ২০ হাজার টাকা ও নোংরা পরিবেশে ঘি তৈরি করায় কামাল মিটস নামে আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী।
সাংবাদিকদের তিনি বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম ঠিক আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য বেশি হচ্ছে কিনা তাও দেখছি। আসন্ন রমজানে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ঠেকাতে ও মানসম্পন্ন পণ্য নিশ্চিতকরণের লক্ষে মাসব্যাপী অভিযান চলবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না।’
একুশে/এএইচ/এটি