চট্টগ্রাম: তালিকা করে স্বাধীনতাবিরোধীদের বংশধরদের সব মৌলিক অধিকার বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
সম্প্রতি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার বংশধরদের আস্ফালনের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা মহিউদ্দীন রাশেদ বলেন, ৪৭ বছর ধরে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধবিরোধী একটি চক্র কোটা সংস্কারের আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের সম্মানের ওপর আঘাত করেছে। সম্প্রতি কোটাবিরোধী তথা কথিত আন্দোলনের নামে যা দেখা গেল তাতে বোঝা যায় যে তাদের প্রধান আক্রোশ মুক্তিযোদ্ধা।
তিনি বলেন, সম্প্রতি পুলিশের চাকরিতে ১০৫ জনের কোটা থাকা সত্ত্বেও মাত্র ৪ জন মুক্তিযোদ্ধা সন্তানের চাকরি হয়েছে। বাকি ১০১ জনকে ক্রমানুসারে নিয়োগ দেওয়া হয়েছে। কোটা সম্মানের বিষয় ছাড়া আর কিছু নয়। এ সম্মানটুকুর ওপর আঘাত করেছে তারা কারা?
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আহমদ নবী, মোহাম্মদ ইদ্রিস, ফজল আহমদ, এমএন ইসলাম, রমিজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, মোস্তফা কামাল, যদু গোপাল বৈষ্ণব, সিরাজুল মাওলা বীরপ্রতীকের স্ত্রী নাজমা মাওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর/একুশে