বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলায় সব আসামি খালাস

প্রকাশিতঃ ৮ মে ২০১৮ | ৮:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় স্বামীসহ চার আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রোখসানা পারভীন এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া আসামিরা হলেন- নিহতের স্বামী কৃষ্ণপদ শীল, দেবর পলাশ শীল, শাশুড়ি রেণুবালা শীল এবং ভাসুর সুনীল কান্তি শীল। এদের মধ্যে কৃষ্ণপদ শীলকে রায়ের সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর বাকিরা ছিলেন জামিনে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, আলামত ও চাক্ষুষ সাক্ষীর অভাবে আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় চারজনকেই খালাসের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৪ জানুয়ারি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শীলপাড়ায় সুপর্ণা শীলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রমা শীল বাদী হয়ে ২০১২ সালের ৬ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, যৌতুকের জন্য সুপর্ণাকে হত্যা করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এবং তড়িঘড়ি করে লাশ দাহ করেন তারা।

এ মামলায় ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর মামলা খারিজে আসামিপক্ষের আবেদন উচ্চ আদালতে খারিজ হওয়ায় পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের আদালতে মামলাটির বিচার শুরু হয়।

এসআর/একুশে