চট্টগ্রাম: থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য বিয়ের আগে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা বাংলাদেশ এর সাইন্টিফিক এডভাইজর ও মেন্টর অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর দুইটায় নগরীর প্রবর্তক মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে এক সমাবেশে ডা. শাহেদ আহমেদ চৌধুরী বলেন , থ্যালাসেমিয়া এখন নিরব মহামারী। দেশে কোটির উপরে থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। যার কারণে প্রতিদিনই ১০০ জন নবজাতক শিশুর মাঝে ১০ থেকে ১২ জন থ্যালাসেমিনায় আক্রান্ত অবস্থায় জন্মগ্রহণ করছে।
তিনি বলেন, সচেতনতার মাধ্যমে রোগটি নির্মূল করতে হবে। বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে দুইজন বাহকের বিয়ে রোধ করার মধ্য দিয়ে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তাই প্রত্যেকের শ্লোগান হওয়া উচিৎ অনাগত সন্তানের দায়িত্ব নিন। বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। বাহক বাহক বিয়ে নয়। আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া।
এতে বক্তব্য রাখেন থ্যালিয়াম প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের পৃষ্ঠপোষক খায়রুল আলম সুজন এবং ইউএসটিসি শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানজানা ইসলাম। কর্মসূচীতে সহযোগিতা করে সিটিজি ব্লাড ব্যাংক, বিএইচএ, সম্যক প্রচেষ্টা, ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব, পিসিআইইউ ব্লাড ব্যাংক ও রক্তের সন্ধানে সীতাকুন্ডসহ বিভিন্ন সংগঠন।
এসআর/একুশে