বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চট্টগ্রামে মিষ্টির দোকানকে জরিমানা

প্রকাশিতঃ ৮ মে ২০১৮ | ৬:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের এনায়েত বাজার বাটালী রোডের রয়েল বাংলা সুইটস্ হাউজ নামের একটি মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। পণ্যের উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার দায়ে মঙ্গলবার এই জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রয়েল বাংলা সুইটস্ হাউজ নামের ওই দোকানটিতে অভিযানকালে মেয়াদবিহীন প্রায় ২০ কেজি নিম্নমানের রসমলাই ও দধি নালায় ফেলে দেয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ সহায়তা করেন।

এসআর/একুশে