মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ২৯৫ লিটার মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ৫ মে ২০১৮ | ১১:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার দুপুরে মসজিদ মাকেটস্থ মমতাজ মেডিসিন সেন্টারের সামনে এই অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ।

গ্রেফতার মো. শাকিল বাগেরহাট জেলার স্মরণখোলা থানার উত্তর তাবাল বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

সোহেল মাহমুদ বলেন, শাকিলকে আটকের পর তার দেয়া তথ্যমতে সেখানে প্লাষ্টিকের ড্রামে সুকৌশলে লুকানো অবস্থায় ২৯৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য এক লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় ইপিজেড থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এসআর/একুশে