বর্ধিত সভায় ছিলেন না এমপি লতিফ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর পতেঙ্গা আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের কার্য নির্বাহি কমিটির সদস্য এম এ লতিফ নগর আওয়ামী লীগ আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় অংশ নেননি। দলীয় কর্মসূচিতে নিস্ক্রিয়তার অভিযোগ থাকা নানা কারণে আলোচিত সমালোচিত এ সাংসদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভও প্রকাশ করেছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। প্রধান অতিথি হিসিবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে উপস্থিত থেকে সব শুনলেও লতিফের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নগরের লেডিস ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ। নগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির প্রায় সকল নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূলের পক্ষে বক্তব্য রাখেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের বেশ কয়েকজন নেতা। তবে উপস্থিত ছিলেন না এমপি লতিফ।

বক্তব্য দিতে গিয়ে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী বক্স বলেন, ‘এমপি লতিফ আমাদের সংসদ সদস্য। কিন্তু দল একদিকে তিনি একদিকে। তাকে দলীয় কোনও নেতাকর্মী পাননা। তিনি কোনও কর্মসূচিতেও থাকছেন না। তাই আগামীবার দলের ত্যাগী তৃণমূলের সাথে সম্পৃক্ত এরকম কাউকে নৌকা প্রতীক দেওয়ার আহ্বান করছি।’

একই কথা বলেছেন এমপি লতিফের নির্বাচনী এলাকার ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতিও।

এডি/একুশে