চট্টগ্রাম : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বিএনপি এমন একজনকে দলের সভাপতি হিসেবে বেছে নিয়েছে, যার জন্ম পাকিস্তানের করাচিতে, এখন আবার পাসপোর্টও নাই। এ নেতা সাজাপ্রাপ্ত আসামি।’
শুক্রবার (৪ মে) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভায় বিনামূল্যে সাইকেল-সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৬৭ সালে করাচি ক্যান্টনমেন্টে তারেক জিয়া জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মসূত্রে পাকিস্তানি। এখন আবার লন্ডনের নাগরিকত্ব চাচ্ছেন। এ নেতা তো আলিবাবা চল্লিশ চোর। আগে ছিলো হাওয়া ভবন একটা। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তা হলে জেলায় জেলায় হাওযা ভবন প্রতিষ্ঠা করবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে বলে আরেক কথা। প্রেসক্লাবের ভেতরে একজন বলেন, প্রেসক্লাবের বাইরে আরেকজন বলেন। অথচ তারা বলেন আমরা নাকি তাদের কথা বলতে দিচ্ছি না। সারাদিন কেউ না কেউ বলতে থাকেন অথচ তারাই। আমরা তাদের চাইতে অনেক কম বলি।’
রাঙ্গুনিয়া পৌর মেযর শাহজাহান শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন উপজেরা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, উপজেলা চেয়ারম্যান মো. আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান প্রমুখ।
একুশে/এএ/এটি