চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জং জু এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এসময় মেয়র কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণে চীনের সহযোগিতার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে চীন সরকারকে ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে নগরভবনে সম্মেলন তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অংশীদার চীন। মেয়র কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণে চায়নার সহযোগিতার চীন সরকারকে ধন্যবাদ।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম নিরাপদ শহর। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ৯০% আমদানী-রপ্তানী সম্পাদিত হয়। চট্টগ্রাম বন্দর অর্থনীতির স্বর্ণদ্বার । ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ ও বে-টার্মিনাল নির্মাণসহ নানামুখি উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।’
এসময় মেয়র মায়নমার থেকে বিতারিত রোহিঙ্গা সমস্যা শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে চীনের সহযোগিতা কামনা করেন।
চীনা রাষ্ট্রদূত জং জু জানান, চট্টগ্রামে এসে আমি অভিভূত। নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যের চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা, গার্মেন্টস সহ নানান ক্ষেত্রে চীন বিনিয়োগে আগ্রহী।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সাইফুদ্দিন, প্রধান পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, চায়না রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জং জিয়ান, চায়না দূতাবাসের কর্মকর্তা এক্সু গোয়াহাং, সিআরআই এর সাংবাদিক ইউ গুয়াং ইউই প্রমুখ।
একুশে/এএ